পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ভারি অস্ত্রশস্ত্র মজুদের উদ্যোগ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন এয়াশিংটন: পূর্ব ইউরোপের দেশগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপক পরিমাণে ভারি অস্ত্রশস্ত্র মজুদ করতে যাচ্ছে। পূর্ব ইউরোপে রাশিয়ার সম্ভাব্য যে কোনো আগ্রাসন রুখতে বাল্টিক ও পূর্ব ইউরোপের দেশগুলোতে মোতায়েন প্রায় ৫০০০ হাজার সৈন্যের জন্য যুদ্ধযান, ট্যাংক ও অন্যান্য ভারি অস্ত্রশস্ত্রর মজুত করার একটি প্রস্তাব দিয়েছে পেন্টাগ
ন। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, শীতল যুদ্ধের পর এটিই হবে প্রথম প্রস্তাব যেটি পাস হলে ওয়াশিংটন এক সময় সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে থাকা পূর্ব ইউরোপের নতুনতর ন্যাটো সদস্য দেশগুলোতে ভারি সামরিক সরঞ্জাম মজুদ করবে। চলতি মাসে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকের আগেই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার এবং হোয়াইট হাউজ অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। ন্যাটো কর্মকর্তা কর্নেল স্টিভ ওয়ারেন এক বিবৃতিতে বলেন, গত কয়েক বছরে যুক্তলাষ্ট্রের সামরিক বাহিনী আমাদের ন্যাটোভুক্ত দেশগুলোর সাথে সামরিক মহড়া ও প্রশিক্ষণের জন্য অস্ত্রশস্ত্রের মজুদ বাড়িয়েছে। তিনি আরো বলেন, এই সব ভারি অস্ত্রশস্ত্র মজুত করার জন্য সবচেয়ে ভাল স্থান খুঁজে বের করতে জোটের অংশীদারদের সাথে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ‘তবে কখন কিভাবে এই যুদ্ধ সরঞ্জাম নেয়া হবে সে ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি’ বলেন তিনি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তিন বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া, লাটভিয়া ও ওস্তোনিয়ার প্রত্যেকটিতে প্রায় ১৫০ জনের একটি কোম্পানির জন্য পর্যাপ্ত অস্ত্রশস্ত্র মজুদ করা হবে। অন্যদিকে পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া এবং হাঙ্গেরিতে ৭৫০ জনের ব্যাটালিয়ানের জন্য পর্যাপ্ত অস্ত্রশস্ত্র মজুদ করা হবে। মন্তব্য
No comments:
Post a Comment