Monday, January 12, 2015

বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার ঢাবির ৪৯তম সমাবর্তন:Time News

বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার ঢাবির ৪৯তম সমাবর্তন ঢাবি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১২ জানুয়ারি, ২০১৫ ০৯:১৩:০৯ বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন আয়োজন করা হয়েছে। সমাবর্তন বক্তা 'ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রোপার্টি অরগ
ানাইজেশন' এর ডিরেক্টর ড.ফ্রান্সিস ঘ্যারিকে প্রদান করা হবে ডক্টর অব ল‘জ ডিগ্রি। পিএইচডি, এমফিল, স্বর্ণপদকসহ ৬ হাজারের ও বেশী গ্র্যাজুয়েট এবারের সমাবর্তনে অংশ নিতে যাচ্ছেন। রোববার বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এদিকে সমাবর্তনকে ঘিরে ঢাবিতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা কস্টিউম পরে পেছনে ফেলে আসা নিজেদের স্মৃতির জায়গাগুলো ক্যামেরাবন্দি করছেন। ক্যাম্পাসে ঐতিহাসিক ও নিজেদের নিত্য দিনের আড্ডার জায়গাগুলোকে ছবির মাধ্যমে আজীবন বন্ধী করে রাখাই যার উদ্দেশ্য। অনেকেই নিজেদের পিতামাতাকে সঙ্গে নিয়ে এসেছেন ক্যাম্পাসে কস্টিউম গায়ে ছবি তোলার জন্য। নিজ নিজ বিভাগ ছাড়াও কলা ভবন, মল চত্বর, কার্জন হল সকল জায়গায় কস্টিউম পরিহিত শিক্ষার্থীদের আনাগোনা। ক্যামেরায় ক্লিক ক্লিক শব্দ। সবাই যেন ভবিষ্যৎ জীবনে প্রবেশের মহরা দিচ্ছেন। শেষবারের মত বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন। এ এক অন্যরকম আবহ। এআর


No comments:

Post a Comment