Sunday, June 21, 2015

বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা জারি:টাইমনিউজ

বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা জারি টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ২১ জুন, ২০১৫ ১৫:৩১:২৯ পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্মচাপে রূপ নিয়েছে। এতে চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ দেশের ৪টি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সতর্কতা সংকেত জারির পাশাপাশি সাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হ
য়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়। শনিবার রাত ১০টার দিকে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোটিমার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। নিম্মচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতকর্তা সংকেত দেখিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা বার্তায় বলা হয়েছে, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি ক্রমেই উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে । জেআই    

No comments:

Post a Comment