Sunday, June 21, 2015

ইতিহাস রচনার হাতছানি বনাম জীবন-মরণ লড়াই:আরটিএনএন

ইতিহাস রচনার হাতছানি বনাম জীবন-মরণ লড়াই খেলা ডেস্ক আরটিএনএন ঢাকা: বাংলাদেশ সফরে এসে প্রথম ম্যাচে ৭৯ রানে হেরে যাওয়া ভারতীয় দলের কাছে দ্বিতীয় একদিনের ম্যাচটি এখন জীবন-মরণ লড়াই হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে তাই আজ সিরিজ হার এড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে টিম ইন্ডিয়া-এমনটাই বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে সুযোগ নতুন ইতিহাস রচনার। কারণ তিন ম্যাচের সির
িজে আজকের খেলায় জিতলেই, ভারতের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় করবে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে ১৯ জুনের ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ দল ভারতীয়দের বিপক্ষে তিনটি ম্যাচে জয় পেয়েছিল-বিশ্বকাপে, এশিয়া কাপে এবং দ্বিপাক্ষিক সিরিজে। আজ পঞ্চম ম্যাচে জয়ের সম্ভাবনা কতটা পূরণ করতে পারবে বাংলাদেশ? প্রথম ম্যাচ জয় এবং নিজেদের মাটিতে খেলা-সব মিলিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। অন্যদিকে কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে এগিয়ে ভারত। যত দ্রুত সম্ভব বাংলাদেশের ইনিংস আটকে দেয়ার লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার, মত ক্রীড়া বিশ্লেষকদের। ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা বলেই দিয়েছেন, বাংলাদেশের হারানোর কিছু নেই। ভারতীয় দল তাই প্রতিপক্ষের দুর্বলতা বা শক্তির হিসেব মাথায় রেখেই আরো সতর্ক থাকবে এবার। প্রথম ম্যাচের দলটি নিয়েই মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে বলে জানা যাচ্ছে। আর চার পেসারই দলে থাকছেন বলে ধারণা করা হচ্ছে। ইনজুরি বা শেষ মুহূর্তের কোনো প্রয়োজন দেখা দিলে হয়তো আরাফাত সানিকে মাঠে দেখা যেতে পারে। ভারতীয় দলও অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। তবে পেস বোলিং এ পরিবর্তন আসতে পারে। স্টুয়ার্ট বিনি কিংবা ধাওয়াল কুলকার্নিকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি মন্তব্য      

No comments:

Post a Comment