Tuesday, May 5, 2015

জয়পুরহাটে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২:আরটিএনএন

জয়পুরহাটে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। ডিবির দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরো এক ডাকাত এবং ডিবি পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। সোমবার দিবাগত গভীর রাতে পাঁচবিবির আওলাই ইউনিয়নের ভূতগাড়ী নামক এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এ
খন পর্যন্ত নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ ডাকাতের নাম বৈশাকু রমেশ। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বলিহারপুর গ্রামের মৃত. নগেন চন্দ্রের ছেলে। আর আহত ডিবির কনস্টেবলরা হলেন- সেলিম হোসেন ও বজলুর রহমান। ডিবি পুলিশের ভাষ্যে, গভীর রাতে ভূতগাড়ী এলাকায় ৫-৭ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরে ডিবি ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সময় ডাকাতরা ডিবি দুই কনস্টেবলকে পিটিয়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’ তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি বন্দুক উদ্ধার করেছে। জেলা পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামও সাংবাদিকদের একই কথা জানিয়েছেন। তিনি বলেন, লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ডাকাতকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মন্তব্য      

No comments:

Post a Comment