এবার মালয়েশিয়ায় অভিবাসীদের বিশাল গণকবরের সন্ধান আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কুয়ালালামপুর: থাইল্যান্ডের পর এবার হতভাগ্য অভিবাসীদের গণকবরের সন্ধান মিলেছে মালয়েশিয়ায়, যেখানে শতাধিক বাংলাদেশি ও রোহিঙ্গার লাশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মালয়েশিয়ার দি স্টার অনলাইন জানিয়েছে, থাই সীমান্তবর্তী মালয়েশিয়ার সীমান্ত শহর পাডাং বেসার ও ওয়াং কেলিয়ানে সন্ধান পাওয়া ৩০টি গণকবরে শতা
ধিক রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীর মৃতদেহ রয়েছে। শুক্রবার রাত থেকে গণকবরের স্থানে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল অবস্থান করছে। তবে সংবাদমাধ্যমের কাছে গণকবরটির অবস্থান সম্পর্কে তথ্য গোপন রেখেছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের প্রধান তান শ্রী খালিদ আবু বাকার সোমবার সংবাদ সম্মেলনে গণকবরের ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে পত্রিকাটি জানিয়েছে। মালয়েশিয়ার পাডাং বেসার জেলা পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, গণকবরটি সংরক্ষিত এলাকায় অবস্থিত, যেখানে বেসামরিক লোকের প্রবেশাধিকার নেই। বর্তমানে পুলিশ ওই স্থানটিকে ঘিরে রেখেছে। এর আগে থাইল্যান্ডে বেশ কয়েকটি গণকবরের সন্ধ্যান পাওয়া যায়। যেখানকার অধিকাংশ লাশ রোহিঙ্গা ও বাংলাদেশির। পরে ব্যাপারটি সারা বিশ্বে আলোচনার ঝড় তোলে। মন্তব্য
No comments:
Post a Comment