তারানকোকে স্বাগত জানাতে ঢাকা প্রস্তুত নয় স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৮ মে, ২০১৫ ০৮:৪৩:২৮ জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে এ মুহূর্তে দেশে স্বাগত জানাতে প্রস্তুত নয় সরকার। এ বার্তাটি ইতিমধ্যে তাকে জানিয়ে দেয়া হয়েছে। জাতিসংঘকেও বিষয়টি অবহিত করা হয়েছে। যে কারণে তারানকো ঢাকায় আসার যে প্রস্তুতি শুরু করেছিলেন তা স্থগিত করেছেন। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মার্চে জাতিসং
ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেনের সঙ্গে দেখা করে বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন জাতিসংঘের সহকারী ওই মহাসচিব। প্রাথমিক আলাপে ড. মোমেন সংবিধানের বাইরে না যাওয়ার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের বিষয়টি তাকে জানিয়ে দেন। একই সঙ্গে এ নিয়ে বিএনপিকে রাজি করানোর তাগিদও দেন বাংলাদেশের ওই দূত। ঢাকা সফররত ড. মোমেন গতকাল বিকালে তারানকোর সঙ্গে তার প্রাথমিক আলোচনা এবং ঢাকা না আসার অভিপ্রায় ব্যক্ত করার বিষয়টি স্বীকার করেন। বলেন, ‘তিনি আসতে চেয়েছিলেন। আমার কাছে আসার পর আমি তাকে বলেছিলাম, সরকার সংবিধানের বাইরে যাবে না। যা করার সংবিধানের মধ্যেই করতে হবে। আপনি বিএনপির সঙ্গে কথা বলেন। বেগম জিয়াকে রাজি করান। তিনি রাজি হলেই সবকিছুর সমাধান হয়ে যাবে।’ প্রাথমিক ওই আলোচনার পর তারানকোর সঙ্গে আরও দেখা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত মোমেন বলেন, ‘আমার জানা মতে তিনি ঢাকায় আসার একটি গ্রাউন্ড ওয়ার্ক শুরু করেছিলেন। অনেকের সঙ্গে কথা বলেছেন। বিএনপির লোকজনের সঙ্গেও তার কথাবার্তা হয়েছে বলেই জানি।’ এদিকে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা আসার প্রস্তুতি হিসেবে তারানকো দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলেন। দায়িত্বশীল একটি সূত্রের দাবি, লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকও হয়েছে। সেটি সিটি নির্বাচনের আগে। তারানকো-তারেক বৈঠকের ফলশ্রুতিতে সিটি নির্বাচনের অংশ নেয়ার নাটকীয় সিদ্ধান্ত আসে বিএনপির তরফে। এএইচ
No comments:
Post a Comment