
মেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের বানি হারিস জেলায় একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত করে দেশটির সেনাবাহিনী। ইয়েমেনের আল-দাইলামি বিমান ঘাঁটিতে কয়েক দফা হামলার চালানো পর এটি ভূপাতিত হয়। বিমানটি বিধ্স্ত হওয়ার পরও এতে থাকা দুটি ক্ষেপণাস্ত্র অবিষ্ফোরিত অবস্থায় ছিল। গত ১১ মে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা মরক্কোর একটি বিমান ভূপাতিত করে। এদিকে, রোববারও সৌদি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ ও পূর্ব অংশে হামলা চালিয়েছে। এ সময় ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী গোলা ছোঁড়ে এবং সৌদি বিমানগুলো পালিয়ে যায়। রেডিও তেহরান ইআর
No comments:
Post a Comment