Wednesday, May 6, 2015

ঢাবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ:টাইমনিউজ

ঢাবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ ঢাবি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৬ মে, ২০১৫ ০৮:৪১:৩৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে মঙ্গলবার রাত ১২টার দিকে এক শিক্ষার্থীকে বেধরক মারধর করেছে ছাত্রলীগ কর্মী। ডাকে সাড়া দিয়ে গেস্ট রুমে না আসায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আলী হোসেন শাকিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তাকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতলে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাতে গেস্টরুমে যাওয়ার জন্য আলী হোসেন শাকিলকে ডাকেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। শাকিল যেতে না চাইলে তাকে মারধর করেন হলের ছাত্রলীগ কর্মী আরিফ। আরিফ ভাষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. শফিউল আলম ভূইয়া জানান, ঘটনা তদন্তে হলের আবাসিক শিক্ষক রবিউল হককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। কমিটি এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিবে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। কেএইচ

No comments:

Post a Comment