মুম্বাইয়ে এসেছেন। সেখানে তিনি ‘বজরঙ্গী ভাইজান’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ২০০২ সালের গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার আলোচিত মামলার নাটকীয় মোড় আসে এপ্রিল মাসে। সালমানের ড্রাইভার আশোক সিং প্রথমবারের মতো দাবি করেন, দুর্ঘটনার দিন সালমান নন, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। এ দিকে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে সালমানের। ৩০৪-এর ২ ধারায় (অনিচ্ছাকৃত খুন) এ শাস্তির বিধান রয়েছে। ভারতের পেনাল কোডের ৩০৪-এর ক ধারায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে জামিনযোগ্য অপরাধে আদালত থেকেই জামিন পেতে পারেন তিনি। আবার ৩ বছর অথবা তার বেশি সাজা হলে আদালত থেকেই গ্রেপ্তার হতে পারেন। সালমান খান অভিনীত কবির খান পরিচালিত ‘বাজরঙ্গী ভাইজান’ ও সুরুজ বারজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ শিরোনামে চলচ্চিত্র দুটি এ বছর মুক্তি পাবে। সব মিলিয়ে সালমানের পেছনে ২০০ কোটি রুপি লগ্নি রয়েছে। সূত্র: এনডিটিভি মন্তব্য
Wednesday, May 6, 2015
আজ কি হবে সালমান খানের?:আরটিএনএন
মুম্বাইয়ে এসেছেন। সেখানে তিনি ‘বজরঙ্গী ভাইজান’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ২০০২ সালের গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যার আলোচিত মামলার নাটকীয় মোড় আসে এপ্রিল মাসে। সালমানের ড্রাইভার আশোক সিং প্রথমবারের মতো দাবি করেন, দুর্ঘটনার দিন সালমান নন, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। এ দিকে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল হতে পারে সালমানের। ৩০৪-এর ২ ধারায় (অনিচ্ছাকৃত খুন) এ শাস্তির বিধান রয়েছে। ভারতের পেনাল কোডের ৩০৪-এর ক ধারায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে জামিনযোগ্য অপরাধে আদালত থেকেই জামিন পেতে পারেন তিনি। আবার ৩ বছর অথবা তার বেশি সাজা হলে আদালত থেকেই গ্রেপ্তার হতে পারেন। সালমান খান অভিনীত কবির খান পরিচালিত ‘বাজরঙ্গী ভাইজান’ ও সুরুজ বারজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ শিরোনামে চলচ্চিত্র দুটি এ বছর মুক্তি পাবে। সব মিলিয়ে সালমানের পেছনে ২০০ কোটি রুপি লগ্নি রয়েছে। সূত্র: এনডিটিভি মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment