এবার শার্লি এবদো ছাড়ার ঘোষণা দিলেন কার্টুনিস্ট লুজ নিউজ ডেস্ক আরটিএনএন প্যারিস: ফ্রান্সের ইসলামবিরোধী ম্যাগাজিন শার্লি এবদোর প্রধান কার্টুনিস্ট ‘লুজ’ অবশেষে আলোচিত এই পত্রিকাটি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন। এর আগে রেনাল্ড লুজিয়ার (লুজ) ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর কখনো মহানবী সা.এর ব্যাঙ্গচিত্র আঁকবেন না। গত ৭ জানুয়ারি শার্লি এবদোর কার্যালয়ে ইসলামপন্থী সন্ত্রাসীদের হামলায় ১২ জন নিহত হওয়ার পর ‘আমি
ই শার্লি’ নামের আলোচিত কার্টুনটি লুজই এঁকেছিলেন। সোমবার ফরাসি সংবাদপত্র লিবারেশনকে লুজ বলেন যে তার সহকর্মীদের মৃত্যুর পর এ চাকুরি চালিয়ে যাওয়া তার জন্য ‘অসহনীয়’ হয়ে পড়েছে। ‘প্রতিটি সংখ্যাই একটি নির্যাতন কারণ অন্যরা চলে গেছে,’ বলেন লুজ। ১৯৯২ সালে তিনি শার্লি এবদোতে জয়েন করেন। আগামী সেপ্টেম্বরে তিনি ম্যাগাজিনটি ছেড়ে যাবেন। বিষয়টিকে ‘ব্যক্তিগত’ বলে মন্তব্য করেন লুজ। ‘নিহতদের কথা মনে করে নির্ঘুম রাত কাটে; চার্ব, চাবু, হোনোর, টিগনাসের কথা মনে করে নিঃশেষ হয়ে যাচ্ছি, বলেন লুজ। জানুয়ারির ওই হামলার পর ম্যাগাজিনটিতে ‘সব ক্ষমা করে দিলাম’ শিরোনামের সংখ্যার প্রচ্ছদে মহানবীর কার্টুন আঁকা হয় যেখানে তার হাতে ধরা ছিল ‘ আমিই শার্লি’ নামের একটি চিহ্ন। ইসলামে মহানবী সা. এর ছবি আঁকা নিষিদ্ধ। লুজ জানান, অনেকে তাকে ম্যাগাজিনটিতে থেকে যাওয়ার অনুরোধ করলেও তিনি ‘দুশ্চিন্তায় উৎসাহ হারাচ্ছেন’। বর্তমানে শার্লি এবদোর চাহিদা ব্যাপকহারে বেড়েছে। এর জন্য বড় ধরনের তহবিলেরও যোগান দেয়া হয়েছে। কিন্তু লুজ বলছেন, ভবিষ্যতে ম্যাগাজিনটির অর্থনৈতিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সূত্র: বিবিসি মন্তব্য
No comments:
Post a Comment