Monday, May 18, 2015

বিভীষিকাময় পরিস্থিতিতে শিলং আনা হয়েছে: সালাহ উদ্দিন:আরটিএনএন

বিভীষিকাময় পরিস্থিতিতে শিলং আনা হয়েছে: সালাহ উদ্দিন নিউজ ডেস্ক আরটিএনএন শিলং: ভারতের মেঘালয় রাজ্যের শিলং হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সিটি স্ক্যান করা হয়েছে। সোমবার সকালে তার সিটি স্ক্যান করা হয়। এ সময় সালাহ উদ্দিন সাংবাদিকদের সসঙ্গে কথা বলেন। তিনি দেশে আসার কথা ব্যক্ত করে বলেন, ‘আমি স্বেচ্ছায় শিলং আসিনি। এক বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আমাকে
এখানে আনা হয়েছে।’ সালাহ উদ্দিন বলেন, ‘আমাকে চোখ বাধা অবস্থায় এখানে ফেলে রেখে গেছে। আমি কোনো দাগি আসামি নয়। আমি দ্রুত দেশে ফিরে যেতে চাই।’ এদিকে, সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করতে তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ গতকাল রবিবার রাতে ঢাকা ছেড়েছেন। তারা সোমবার সকালে কলকাতা থেকে গোহাটি হয়ে শিলং যাবেন বলে জানা গেছে। উল্লেখ্য, প্রায় দুই মা নিখোঁজ থাকার পর গত ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে সাবেক এই প্রতিমন্ত্রী শিলং সিভিল হাসপাতালে কারাবন্দিদের জন্য নির্ধারিত সেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে কিডনি, লিভার ও হৃদযন্ত্রের সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ’ ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাকে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তার পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হয়। তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মন্তব্য      

No comments:

Post a Comment