আইএস কমান্ডারদের জন্য বিলাসবহুল হোটেল ‘শরীয়াটন’! আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন ঢাকা: ইসলামি খেলাফত প্রতিষ্ঠার দাবিদার উগ্রপন্থী ‘ইসলামিক স্টেট’ (আইএস) এবার গ্রুপটির কমান্ডারদের জন্য বিলাসবহুল পাঁচতারকা হোটেল উদ্বোধন করেছে। ইরাকের মসুল শহরে গত ১লা মে বিশাল আড়ম্বরে উদ্বোধনের দিন হোটেলটি শুধু সবার জন্য উম্মুক্ত থাকলেও মূলত এটি তৈরি হয়েছে কমান্ডারদের জন্য। এছাড়া বিয়ের অনুষ্ঠানাদিও আয়োজন করা যাবে সেখ
ানে। ২০১৪ সালের জুন মাসে আইএস যোদ্ধারা মসুল দখলের সময় পাঁচতারকা হোটেলটির নাম ছিল ‘নিনাওয়া ইন্টারন্যাশনাল হোটেল’। আইএস কর্তৃপক্ষ এখন কী নাম দিয়েছে তা জানা না গেলেও সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা হোটেলটকে ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ Hotel Caliphornia) বা ‘হোটেল শরীয়াটন’ (The Shariaton) হিসেবে চিহিৃত করছেন! দখলের পর ২৬২ রুমের হোটেলটিতে ব্যাপক সংস্কার কাজ করা হয়েছে। এছাড়া সেখানে থাকা ছবি বা মূর্তি ধরনের বিভিন্ন জিনিস ধ্বংস করে দেয়া হয়। অনেকে বলছেন, ৭ম শতাব্দীতে যে আদলের ‘ইসলামিক স্টেট’ বা ইসলামি রাষ্ট্র গঠিত হয়েছিল তার মতো করে নতুন রাষ্ট্র গঠনের দাবিদার আইএস কমান্ডারদের জন্য পাঁচতারকা হোটেল খুলে দেয়ার মতো পুঁজিবাদী সিদ্ধান্ত মোটেও আগেরটির সাথে যায় না। কুইলিয়াম ফাউন্ডেশনের গবেষক শার্লি উইন্টার অবশ্য মনে করেন, বিলাসবহুল হোটেলে ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা এবং সেগুলো প্রচারের মাধ্যমে আইএস বহির্বিশ্বে একটা বার্তা দিতে চায় যে, যারা এসব করতে পারে তারা কখনো ধ্বংস করতে পারে না। সংগঠনটির বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ার বহু ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহ্য ধ্বংস করার অভিযোগ রয়েছে। হোটেলের উপরে আইএসের অনেকগুলো পতাকা ঝুলিয়ে রাখা হয়েছে এমন একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছে। মন্তব্য
No comments:
Post a Comment