Thursday, May 7, 2015

পাকিস্তানের হঠাৎ ছন্দপতন, স্কোর ৫৫৭/৮:আরটিএনএন

পাকিস্তানের হঠাৎ ছন্দপতন, স্কোর ৫৫৭/৮ খেলা ডেস্ক আরটিএনএন ঢাকা: সফরকারী পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে সাফল্য পেলেও ভালো সূচনা ধরে রাখতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ইতোমধ্যে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন পাকিস্তানের আজহার আলী। এর পরই সেঞ্চুরি পূর্ণ করেন আসাদ শফিক। ঢাকা টেস্টে বড় সংগ্রহের পথে রয়েছে পাকিস্তান। তবে শভাগত হোমের জোড়া আঘাতে আজহার ও শফিকের বিদায় হল
ে হঠাৎ ছন্দপতন ঘটে পাকিস্তান শিবিরে। ২২৬ রান করে শুভাগত হোমের বলে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ধরা পড়েন আজহার। তার কিছুক্ষণ পরে আবারো শুভাগতের আঘাত। এবারো মাহমুদুল্লাহর হাতেই ক্যাচ তুলে দেন আসাদ শফিক (১০৭)। বৃহস্পতিবার খেলার শুরুতেই আঘাত হেনেছেন সাকিব আল হাসান। দিনের দ্বিতীয় ওভারে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হককে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। ব্যক্তিগত ৯ রানে মাঠ ছাড়েন মিসবাহ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ৩২৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। মিসবাহ ফিরে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৩২৩ রান। ১২৭ রানে অপরাজিত আজহার আলীর সঙ্গে ক্রিজে যোগ দেন আসাদ শফিক। প্রথম আঘাতের পর সতর্ক হয়ে খেলছেন এ দুজন। তবে স্কোর এগিয়ে নিতে সুযোগ বুঝে চারের মার মারতেও ভুল করছেন না। মধ্যাহ্ন বিরতিতে যাবার আগে পাকিস্তানের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৪২৮ রান। মধ্যাহ্ন বিরতির পর আজহার আলী ডাবল সেঞ্চুরি সম্পন্ন করেছেন। তার পরই সেঞ্চুরি করেন আসাদ শফিক। ১৯৯ রানে থাকার সময় সাকিবের বলে ছয় মেরে আজহার পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আর আসাদ শফিকের টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক এটি। সর্বশেষ পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৫৫৭ রান। এর আগে বুধবার ঢাকা টেস্টের প্রথম দিনটা অভিজ্ঞ ইউনিস খান আর ‘টেস্ট স্পেশালিস্ট’ আহজার আলীর জোড়া শতকে নিজেদের করে নেয় পাকিস্তান। মিরপুরে শুরুর ধাক্কা কাটিয়ে বড় স্কোরের পথেই হাটছে সফরকারীরা। দিনশেষে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২৩ রান করে তারা। টস হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ শহীদের অসাধারণ এক বলে দলীয় ৯ আর ব্যক্তিগত ৮ রান করে প্রথম আউট হন মোহাম্মদ হাফিজ। এরপর দলীয় ৫৮ রানে দ্বিতীয় উইকেট হিসেবে সাজ ঘরে ফেরেন অপর ওপেনার সামি আসলাম। এরপরই জুটি বেঁধে দলকে শক্ত অবস্থানে দাঁড় করান ইউনিস খান ও আহজার আলী। তৃতীয় উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ২৫০ রান। শুরুর আনন্দের পর প্রায় সারাদিনই হতাশায় কেটেছে বাংলাদেশের। তবে বৃহস্পতিবারের শুরুটা সাকিবের আঘাতে ফের আশা জাগানিয়া। ম্যাচে ফিরতে তাই উইকেট দখলের চেষ্টাই করে যেতে হবে টাইগারদের। মন্তব্য      

No comments:

Post a Comment