ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়ায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নিহত স্কুলছাত্র দেলোয়ার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আতর খাঁর ছেলে। সে উপজেলার গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। আহতরা হলেন- নিহত দেলোয়ারের ছোট বোন রহিমা খাতুন (৯), বড় ভাই মোশাররফ হোসেন খানকে (৩২) ও হারুন অর রশিদ (৩২)। এলাকাবাসী জানান, নিজ বাড়ির বারান্দায় বসেছিল স্কুলছাত্র দেলোয়ারসহ কয়েকজন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নতুন বার্তা/জিহ
No comments:
Post a Comment