Wednesday, May 6, 2015

ভ্যান গগের একটি চিত্রকর্ম ৫১৭ কোটি টাকায় বিক্রি:আরটিএনএন

ভ্যান গগের একটি চিত্রকর্ম ৫১৭ কোটি টাকায় বিক্রি আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন নিউইয়র্ক: নিউইয়র্কে এক নিলামে বিশ্বখ্যাত ডাচ চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম প্রায় ৫১৭ কোটি টাকায় বিক্রি হয়েছে। ১৯৯৮ সালের পর থেকে ভ্যান গগের কোনো চিত্রকর্মের এটিই সবচেয়ে বেশি দাম। সুথবি নিলাম ফার্মের তথ্য অনুসারে ভ্যান গগের ‘লে অ্যালিসক্যাম্পস’ চিত্রকর্মটি মঙ্গলবার ৬ কোটি ৬৩ লাখ ডলারে বিক্রি হয় যদিও  অনুম
ান করা হয়েছিল যে এর দাম ৪ কোটি ডলার উঠতে পারে। পাঁচজন ক্রেতা এটি কেনার জন্য তীব্র প্রতিযোগিতায়  লিপ্ত হন। এখন পর্যন্ত ভ্যান গগের চিত্রকর্ম ‘পোর্টেইট অব ড. গাচেট’ সর্বোচ্চ ৮ কোটি ২৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। সেটি ১৯৯০ সালে, নিউইয়ের্কের ঘটনা। বর্তমান অর্থমূল্যে যা প্রায় ১৫.৩ কোটি টাকার সমান। সূত্র: এএফপি মন্তব্য      

No comments:

Post a Comment