Wednesday, May 6, 2015

স্থলসীমান্ত চুক্তি রাজ্যসভায় পাস :নতুন বার্তা

নয়া দিল্লি: ভারতের রাজ্যসভায় বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিল পাস হয়েছে। বুধবার বিকালে  বিলটি পাস হয়। এর আগে বুধবার দুপুরে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি রাজ্যসভায় উত্থাপন করেন। এরপর দীর্ঘ আড়াই ঘণ্টা বিলটির ওপর আলোচনা হয়। আলোচনা শেষে স্থানীয় সময় চারটা ৩২ মিনিটে ১৭৮ সংসদ সদস্যের ভোটে বিলটি পাস হয়। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৪ সালে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবা
য়নের পথ সহজ হলো। এখন বিলটি লোকসভায় পাস করার জন্য সেখানে উত্থাপিত হবে।   রাজ্যসভা ও লোকসভায় পাসের জন্য উত্থাপন করতে মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে স্থলসীমান্ত চুক্তিটি অনুমোদন দেয়া হয়। নতুন বার্তা/মোআ  

No comments:

Post a Comment