টেকনাফে ৩২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ৪ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ৩২ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা টেবলেটসহ চার যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে হোয়াইক্যং চেকপোস্টে একটি ট্যাক্সিক্যাবে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক যুবকরা হলেন— চকরিয়ার নুর উদ্দিনের ছেলে মনসুর আলম (৪৩), টেকনাফের কালা মিয়ার ছেলে হামিদ হোসেন (২৮), কুমিল্লার তফাজ্জল হো
সেনের ছেলে শাহাজাহান (৩০), ও চট্টগ্রামের নুরুল ইসলামের ছেলে নাজমুল হোসাইন (২৯)। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজার অভিমুখী (চট্টমেট্টো-প-১১-০২৫১) ‘ট্রাস্ট ক্যাব’ নাম একটি ট্যাক্সিক্যাবে অভিযান চালিয়ে ৯৬ লাখ টাকা মূল্যের ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্যাক্সিক্যাবে থাকা চার যুবককে আটক করা হয়। টেকনাফ থানার ওসি মো. আতাউর রহমান জানান, আটক যুবকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনবরগুনা: বরগুনা পৌরসভা সুপার মার্কেটে ভয়াবহ আগুনে শতাধিক দোকানপাট পুড়ে গেছে।সোমবার রাত সোয়া ১০টার . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনগাজীপুর: গাজীপুরে আসামিবাহী লেগুনার (প্রিজনভ্যান) সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্য ও ছয় আসাম . . . বিস্তারিত
No comments:
Post a Comment