মাতৃত্বকালীন ছুটির বাস্তবায়ন নেই টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ১১ মে, ২০১৫ ১১:৫০:৪৮ বাংলাদেশে আইন অনুযায়ী সরকারিভাবে যেকোনো কর্মজীবী নারী ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পান। তারপরও সব বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বহুজাতিক প্রতিষ্ঠান কর্মজীবী নারীদের দিচ্ছেন না ছুটি। শ্রমিক অধিকার কর্মীরা বলছেন, সন্তান-সম্ভবা অবস্থায় একজন শ্রমিকের নিজ প্রতিষ্ঠান থেকে যেসব সুযোগ-সুবিধা পাবার কথা, বেশিরভাগ ক্ষেত্রে তা তার
া পান না। বাংলাদেশে নারী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন রোকেয়া কবীর, তিনি বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে নারী শ্রমিকেরা মাতৃত্বকালীন ছুটি ও সেবা পায় না। পোশাক এবং শিল্প কারখানাগুলোতে নারী শ্রমিকেরা মাতৃত্বকালীন ছুটি পায় মাত্র তিন মাস। এছাড়া, সন্তান-সম্ভবা অবস্থায় পর্যাপ্ত বিশ্রাম, কাজের চাপ কমিয়ে আনা এসব সুবিধা তারা পান না। রোকেয়া কবীর অভিযোগ করছেন, সন্তান-সম্ভবা শ্রমিক পুরো সময় কাজ করতে পারবে না- এই আশঙ্কায় অনেক সময় তাদের চাকরিচ্যুত করার ঘটনাও ঘটে কারখানাগুলোতে। সেক্ষেত্রে সরকারি নির্দেশনা বা প্রচলিত আইনের বাস্তবায়ন হয় না। অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ঠিকমত বিষয়গুলো তদারক করে না। এক্ষেত্রে শিল্প কারখানার কর্ম-পরিবেশ তদারকে সরকারি পরিদর্শকের স্বল্পতাকেও একটি গুরুত্বপূর্ণ ঘাটতি বলে মনে করেন রোকেয়া কবীর। বাংলাদেশের একটি জুতা তৈরির কারখানার এক কর্মী ছুটি না পেয়ে টয়লেটের ভেতর সন্তান প্রসব করার ঘটনায় সংশ্লিষ্ট কারখানার তিন কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৪ মে তাদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। (সূত্র: বিবিসি বাংলা) এমকে
No comments:
Post a Comment