Tuesday, May 12, 2015

গতকাল গ্রেপ্তার করা হয় সালাহ উদ্দিনকে:আরটিএনএন

গতকাল গ্রেপ্তার করা হয় সালাহ উদ্দিনকে নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সোমবার সকালে আটক করে মেঘালয় পুলিশ। এরপর বিকেলেই তাকে মেঘালয়ের মিমহ্যাঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটের ডাক পত্রিকার শিলং প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ এ  তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সময় টিভি। গত ১০ মার্চ গভীর রাতে উত্তরার একটি বাসা থেকে ‘নিখোঁজ’ হন সালাহ উদ্দিন, যখন চরম রাজনৈ
তিক উত্তেজনার মধ্যে তিনি কার্যত ২০ দলের মুখপাত্র হিসেবে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছিলেন। সালাহ উদ্দিনের স্ত্রী এবং তার দল বিএনপি বারবারই দাবি করেছে যে নিরাপত্তা বাহিনীই সালাহ উদ্দিনকে আটক করেছে। তবে নিরাপত্তা বাহিনী এ অভিযোগ অস্বীকার করে আসছে। এরকম পরিস্থিতিতে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ মঙ্গলবার জানান যে তার স্বামী মেঘালয় থেকে টেলিফোন করে জানিয়েছেন, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। মন্তব্য      

No comments:

Post a Comment