
চলে ত্রাণ সরবরাহকালে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এ সময় ইউএইচ-১ওয়াই হুয়ে নামের ওই মার্কিন হেলিকপ্টারটিতে করে যুক্তরাষ্ট্রের ছয় মেরিন এবং নেপালের দু’জন সৈন্যকে বহন করা হচ্ছিল। মেজর জেনারেল বিনোজ বাসনিয়াত টেলিফোনে এএফপিকে বলেন, ‘আজ সকালে দুর্ঘটনাস্থল থেকে নেপালী ও মার্কিন সৈন্যদের আটটি লাশের সবকটি উদ্ধার করা হয়েছে।’ বাসনিয়াত আরো বলেন,‘উদ্ধার করা লাশগুলোর অবস্থা এতই খারাপ যে কাউকেই চেনা যাচ্ছে না।’ মার্কিন হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার তিনদিন পর নেপালের সৈন্যরা শুক্রবার কাঠমান্ডুর প্রায় ৭০ কিলোমিটার উত্তরপূর্বে একটি প্রত্যন্ত বনভূমিতে এটির সন্ধান পায়। বাসনিয়াত জানান, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে যুক্তরাষ্ট্র ও নেপালের সামরিক বাহিনীর একটি দল এটির ধ্বংসাবশেষ তদন্ত করছে। উল্লেখ্য, নেপালে ২৫ এপ্রিল আঘাত হানা ভূমিকম্পে প্রায় সাড়ে আট হাজার লোকের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এতে পাঁচ লাখেরও বেশী ঘরবাড়ি ধসে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭.৮। এমকে
No comments:
Post a Comment