‘ক্লিনারের ছেলে বিচারপতি হতে পারেন না’ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কায়রো: ক্লিনারের ছেলে বিচারপতি পদের যোগ্য নয় বলে মন্তব্য করেছেন মিশরের বিচারমন্ত্রী মাহফুজ সাবের। এ ঘটনায় মিশরে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। চ্যানেল টেন নামের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সাবের ওই ন্যক্কারজনক মন্তব্য করেন। রবিবার সাক্ষৎকারটি প্রচার করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয় যে কীসের ভিত্তিতে ত
িনি বিচারক নিয়োগ দিচ্ছেন। জবাবে সাবের বলেন, মানসম্মত উপায়েই নিয়োগ দেয়া হয়। তবে কোনো ক্লিনারের ছেলে বিচারক হতে পারে না। তার ভাষায়, ‘এ নিয়ে বেশি বলার দরকার নেই। ক্লিনার এবং তাদেরও চেয়ে যারা নিচু মর্যাদার তাদের প্রতি সম্মান রেখেই বলছি বিচারকদের অবশ্যই ‘উপযুক্ত পরিবেশ’ থেকে আসতে হবে। … যেসব ক্লিনার তাদের সন্তানদের শিক্ষিত করেন তারা ধন্যবাদ পাবার যোগ্য , কিন্তু তাদের জন্য তো অন্য চাকুরি রয়েছে।’ তার দাবি, ‘ক্লিনারের ছেলে বিচারপতি হলে তারা সমস্যায় পড়বে এবং হতাশায় ভুগে শেষে চাকুরি ছেড়ে চলে যাবে।’ সামাজিক গণমাধ্যমে তার মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় শুরু হলে তিনি পদত্যাগ করেন। ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের গণহারে ফাঁসি এবং দীর্ঘমেয়াদী সাজা দিয়ে মিশরের বিচার বিভাগ ইতোমধ্যেই আন্তর্জাতিক নিন্দা কুড়িয়েছে। মন্ত্রী সাবের নিজেকে প্রান্তিক ও দরিদ্রদের পক্ষে সবচেয়ে সোচ্চার কণ্ঠ বলে জাহির করে বেড়াতেন। কায়রোর ক্লিনারদের সংগঠনের সভাপতি শাহাতা মাকদিস সাবেরের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘একজন ক্লিনারের ছেলেও আপনার ছেলের চেয়ে স্মার্ট হতে পারে এবং কোনো ক্লিনারের ছেলেই তার পিতাকে নিয়ে লজ্জিত নয়।’ ২০১১ সালে মিশরে স্বৈরশাসক হোসনি মোবারকের বিরুদ্ধে যে বিপ্লব হয় তার অন্যতম কারণ ছিল সামাজিক বৈষম্য নিয়ে জনগণের অসন্তোষ। তবে মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব এক বিবৃতিতে বলেছেন, ‘জনমতের প্রতি’ শ্রদ্ধা দেখিয়ে সাবের পদত্যাগ করেছেন। সূত্র: আলজাজিরা মন্তব্য
No comments:
Post a Comment