Thursday, May 21, 2015

বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধারে মালয়েশিয়ার নির্দেশ:আরটিএনএন

বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধারে মালয়েশিয়ার নির্দেশ আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কুয়ালালামপুর: আন্দামান সাগরে বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমবাহী নৌ-যান অনুসন্ধান এবং উদ্ধারে নৌ-বাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বৃহস্পতিবার এক বিবৃতিতে নাজিব রাজাক এ নির্দেশ দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এছাড়া নাজিব তার ফেসবুক অ্যাকাউন্টে বলেন, ‘আমি রয়্যাল মা
লয়েশিয়ান নেভি ও মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সিকে রোহিঙ্গা বহনকারী নৌ-যান উদ্ধার ও অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছি। প্রাণহানি আমাদের ঠেকাতে হবে।’ অনুসন্ধানের পাশাপাশি ভূমি ও সাগরে আটকে পড়াদের মানবিক সহায়তা সরবরাহের নির্দেশও দিয়েছেন রাজাক। এক টুইট বার্তায় তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই ক্ষুধার্ত ও অসুস্থদের সহায়তা করা হচ্ছে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পক্ষ থেকে গত বুধবার সাগরভাসা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সাগরে ভেসে বেড়ানো প্রায় ৭,০০০ অবৈধ অভিবাসীকে মানবিক সহায়তা দেওয়া হবে। এছাড়া তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের আগে সর্বোচ্চ এক বছরের জন্য আশ্রয় শিবিরে জায়গা দেওয়া হবে। থাইল্যান্ডের পক্ষ থেকে অভিবাসীদের আশ্রয় দেওয়া না হলেও মানবিক সহায়তা সরবরাহের কথা বলা হয়েছে। এর আগে সমুদ্রপথে অবৈধভাবে আসা অভিবাসীবাহী নৌকা ফিরিয়ে দেয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত আহ্বানের পরিপ্রেক্ষিতে দেশ দুটো তাদের অবস্থান পরিবর্তন করে। মালাক্কা প্রণালী সংলগ্ন আন্দামান সাগর থেকে প্রায় ৩,০০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪,০০০’র বেশি অভিবাসী সাগরে ভাসছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এএফপি, বিবিসি মন্তব্য      

No comments:

Post a Comment