'স্থানীয় সরকারকে সংসদীয় আদলে পরিচালনা করা উচিৎ' স্টাফ কেরসপেন্ডন্ট টাইম নিউজ বিডি, ২৪ মে, ২০১৫ ১৫:৫৫:০৯ তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংসদীয় আদলে পরিচালনা করতে আইন সংশোধনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আয়োজিত ‘এমডিজি ইউনিয়ন: তৃণমূলে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক ব্যবস্থার অনুশী
লন’ শীর্ষক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা এ পরামর্শ দেন। অনুষ্ঠানে মূল প্রতিবেদন পাঠ করেন কমিউনিটি অ্যামপাওয়ারমেন্ট প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে এর কর এলাকা বাড়াতে হবে। পাশাপাশি বেতন ভাতা দেওয়ার ক্ষমতা দিতে হবে এই সরকারের হাতেই। স্থানীয় সরকার শক্তিশালী করার কথা বহুবার বলা হলেও কেন্দ্রীয় শক্তির অবহেলার কারণে সেভাবে কাজ হচ্ছে না। এখানে স্থানীয় সরকারের আইনের প্রয়োগ যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কিনা তার কোনো পর্যবেক্ষণ নেই। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দীন খান বলেন, ‘আমাদের গণতন্ত্র এমনিতেই দূর্বল। তারপর আবার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের অভাব রয়েছে। টেকশই উন্নয়ন নিশ্চিত এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে জনঅংশগ্রহণে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। এই জন্য সমন্বিত কর্মসূচী থাকবে। পাশাপাশি সরকারকে এবিষয়ে এগিয়ে আসতে হবে। ইউনিয়ন পরিষদের দূর্বলতা নির্ণয় করতে হবে। মেম্বার-চেয়ারম্যানদের ক্ষমতা বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকারকেও সরকারি রাজস্বের দিকে তাকিয়ে থাকলে হবেনা। নিজেরা উৎস খুজে বের করতে হবে।’ সংগঠনটির কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় পরিকল্পনা ও উন্নয়ন বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু বাস্তবচিত্র ভিন্ন। বর্তমানে দিন দিন স্থানীয় সরকারের ক্ষমতা ছোট করে ফেলা হচ্ছে। ইউনিয়ন পরিষদকে ক্ষমতায়িত করা হলে এবং জনঅংশগ্রহণে উন্নয়ন কার্যমক্রম বাস্তবায়ন হলে আর্থসামাজিক উন্নয়ন ত্বরানিত হবে।’ স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, ‘বর্তমানে আইসিটির বহুবিধ ব্যবহারে মোবাইলের মাধ্যমে শিশু পর্নগ্রাফী ভয়ানক আকারে ছড়িয়ে পড়ছে। এটি সামাজিক অবক্ষয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এটা বন্ধ করতে হলে সোশ্যাল ওয়ার্কের প্রয়োজন।’ এম হাফিজ উদ্দীন খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব এওয়াইবি সিদ্দিক, আবু আলম শহীদ খান, কমিউনিটি অ্যামপাওয়ারমেন্ট প্রজেক্ট ম্যানেজার মোশতাক আহমেদ প্রমুখ। জেআই
No comments:
Post a Comment