Wednesday, May 6, 2015

২০ দলের নেতা আবদুল মোবিন আর নেই:আরটিএনএন

২০ দলের নেতা আবদুল মোবিন আর নেই নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া...রাজিউন)। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। ইসলামিক পার্টির মহাসচিব আবদুর রশিদ প্রধান জানান, ব্র্রেন স্ট্রোকে আক্রান্ত হলে
১ মে আবদুল মোবিনকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল সোয়া ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি জানান, আজ এশার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আবদুল মোবিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার নিজ এলাকা খোশবাসে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন হবে। মরহুম আবদুল মোবিন স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মন্তব্য      

No comments:

Post a Comment