Tuesday, May 26, 2015

চট্টগ্রামে ২৩ দিনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,২৪৪:আরটিএনএন

চট্টগ্রামে ২৩ দিনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,২৪৪ নিজস্ব প্রতিনিধি আরটিএনএন চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৯২ জন। সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ২ মে থেকে ২৫ মে পর্যন্ত ২৩ দিনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১,২৪৪ জনকে গ্রেপ্তার করল। এর
মধ্যে গত ২ মে ১০৮ জনকে, ৯ মে ১২২ জন, ১০ মে ১৪২ জন, ১৪ মে ৬৫ জন, ১৫ মে ৭৮ জন, ১৯ মে ৭৬ জন, ২১ মে ৭৫, ২২ মে ১১০ জন, ২৩ মে ১০৯ জন, ২৪ মে ১২৩ জন, ২৫ মে ১১১ জন এবং আজ সকাল পর্যন্ত ১২৫ জনকে গ্রেপ্তার করা হলো। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, ‘সোমবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯২ জন, নিয়মিত মামলায় ২৯ জন ও লোহাগাড়ায় নাশকতা মামলায় জামায়াত-শিবিরের চার কর্মীসহ মোট ১২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এছাড়া অভিযানকালে ৪৫ পিস ইয়াবা ও ৯৩ লিটার মদ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। মন্তব্য নিজস্ব প্রতিনিধিআরটিএনএনবরগুনা: বরগুনা পৌরসভা সুপার মার্কেটে ভয়াবহ আগুনে শতাধিক দোকানপাট পুড়ে গেছে।সোমবার রাত সোয়া ১০টার . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনগাজীপুর: গাজীপুরে আসামিবাহী লেগুনার (প্রিজনভ্যান) সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক পুলিশ সদস্য ও ছয় আসাম . . . বিস্তারিত            

No comments:

Post a Comment