Monday, May 25, 2015

ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান ভূপাতিত:আরটিএনএন

ইয়েমেনে সৌদি জঙ্গিবিমান ভূপাতিত আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন সানা: ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে সৌদি আরবের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুথি যোদ্ধারা। সানায় অবস্থিত মার্কিন দূতাবাস হুথিদের দাবি অস্বীকার করলেও সৌদি আরব এ ব্যাপারে নীরব রয়েছে।   ইয়েমেনের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সা’দা প্রদেশের কাতাফ জেলায় বিমানটি ভূপাতিত হয়েছে।   হুথি কর্মকর্তারা জানান, একটি এ
ফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে। তারা ফেসবুক ও টুইটারে বিধ্বস্ত বিমানটিরএকাধিক ছবিও পোস্ট করেছে যাতে স্পষ্ট লেখা রয়েছে রাজকীয় সৌদি বিমান বাহিনী (রয়্যাল সৌদি এয়ার ফোর্স)। তবে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান নয়, এফ-ফিফটিন। সিএনএন জানায়, সৌদি আরবের হাতে এফ-সিক্সটিন জঙ্গিবিমান নেই, আছে এফ-ফিফটিন। এর আগে, রবিবার সকালের দিকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের বানি হারিস জেলায় একটি এফ-১৬ জঙ্গিবিমান ভূপাতিত করার দাবি করে হুথিরা। ইয়েমেনের আল-দাইলামি বিমান ঘাঁটিতে কয়েক দফা হামলার চালানো পর এটি ভূপাতিত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরও এতে থাকা দুটি ক্ষেপণাস্ত্র অবিষ্ফোরিত অবস্থায় ছিল। এর আগে গত ১১ মে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা মরক্কোর একটি বিমান ভূপাতিত করে। বিস্তারিত আসছে... মন্তব্য      

No comments:

Post a Comment