হুথিদের সঙ্গে জোট গঠনের ঘোষণা সালেহ’র আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন সানা: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। রবিবার আরব জোট রাজধানী সানায় তার বাসভবন লক্ষ্য করে দুবার বিমান হামলা চালানোর পর তিনি এ ঘোষণা দিলেন। বিমান হামলার সময় সালেহ বাড়িতে না থাকায় বেঁচে গেছেন। ওই হামলায় তার পরিবারের কোনো সদস্যও হতাহত হননি। তবে এতে তার তিন রক্ষী
নিহত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত হয়েছে তিনটি বাড়ি। দীর্ঘ তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর ২০১২ সালে দেশজুড়ে শুরু হওয়া ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেন আলী আবদুল্লাহ সালেহ। গত ফেব্রুয়ারিতে হুথি যোদ্ধারা যখন জাতিসংঘের মদদপুষ্ট প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে তখনো বিদ্রোহীদের পক্ষ নিয়েছিলেন ইয়ামেনের সাবেক এই প্রেসিডেন্ট। কিন্তু গত ২৬ মার্চ আরব জোট ইয়েমেনে হামলা শুরু করার পর সালেহ এক ঘোষণায় বলেছিলেন, হুথিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তখন সপরিবারে তাকে নিরাপদে দেশ ত্যাগের ব্যবস্থা করে দেয়ার জন্য জোট বাহিনীর প্রতি অনুরোধও জানিয়েছিলেন তিনি। কিন্তু তার সে অনুরোধে সাড়া দেয়নি সৌদি জোট। এদিকে, রবিবারের ওই হামলার পর হুথিদের লক্ষ্য করে সালেহ বলেন, ‘এইসব যুদ্ধবাজদের বিরুদ্ধে তোমরা লড়াই অব্যাহত রাখবে এবং প্রাণ বিসর্জনের জন্য প্রস্তুত থাকবে।’ হুথিদের উদ্দেশে দেয়া ওই ভাষণে তিনি সৌদি নেতৃত্বাধীন জোটের হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ বলেও উল্লেখ করেন। বিবৃতিতে সালেহ আরো বলেন, ‘সাহস থাকলে তোমরা (আরব জোট) যুদ্ধক্ষেত্রে আমাদের মোকাবেলা কর। আমরা তোমাদের উপযুক্ত অভ্যর্থনা জানাব। তোমরা যুদ্ধবিমান এবং রকেট থেকে বোমা নিক্ষেপ করে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না।’ সালেহ এমন এক সময়ে এই জোট গঠনের ঘোষণা দিলেন যখন সৌদি জোটের প্রস্তাবিত ৫ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হয়েছে হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার থেকে ওই অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। সূত্র: আল-জাজিরা মন্তব্য
No comments:
Post a Comment