
্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ জবাবে ১৩.৪ ওভারে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাব৷ শুরু থেকেই গেইলের ব্যাটিং তাণ্ডব ৷ক্যারিবিয়ান ওপেনারকে যোগ্য সংগত দেন অধিনায়ক বিরাট কোহলি৷ বিরাট ৩২ রান করেন৷ এরপর ডি ভিলিয়ার্স সঙ্গে দেন গেইলকে৷ ১২ টি ছ’য় ও সাতটি চার মারেন গেইল৷ শেষ পর্যন্ত ১১৭ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হন তিনি৷ ২২৭ রানে লক্ষ্যমাত্রা পঞ্জাবকে ভয় পাইয়ে দিয়েছিল কিনা জানা নেয়৷ তবে পরপর উইকেট খোয়াতে থাকে পঞ্জাব৷ টপ অর্ডারে ঋদ্ধিমান সাহা (১৩ ) ও লোয়ার অর্ডারে অক্ষর প্যাটেল (৪০ অপরাজিত ) এছাড়া আর কোনও ব্যাটসম্যান দু-ই অঙ্কের রান করতে পারেননি৷ শেষ পর্যন্ত ১৩.৪ ওভারে গুটিয়ে যায় পাঞ্জাব৷ ইআর
No comments:
Post a Comment