যশোরের বাঘারপাড়া উপজেলার চাপাতলা গ্রামের বরুণ কুমার তরফদার রাত সাড়ে ১০টার দিকে শহর থকে বাড়ি ফিরছিল। পথে আরেকটি মোটরসাইকেলে করে ওই দুই যুবক পিছু নেয়। “এক পর্যায়ে পেছনের মোটারসাইকেল বরুণকে ধাওয়া করে আটকানোর চেষ্টা করে। বরুণের ধারণা হয়, তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য ধাওয়া করা হচ্ছে।” হুজারাজাপুর এলাকায় পৌঁছানোর পর পেছনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুই ধাওয়াকারী উল্টে পড়ে। এ সময় বরুণ ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের বেধড়ক পেটায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে যশোর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই দুই যুবকের কাছে একটি পিস্তল, দুটি গুলি ও দুটি চাকু পাওয়া গেছে বলে জানান ওসি। মন্তব্য
Monday, May 25, 2015
যশোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২:আরটিএনএন
যশোরের বাঘারপাড়া উপজেলার চাপাতলা গ্রামের বরুণ কুমার তরফদার রাত সাড়ে ১০টার দিকে শহর থকে বাড়ি ফিরছিল। পথে আরেকটি মোটরসাইকেলে করে ওই দুই যুবক পিছু নেয়। “এক পর্যায়ে পেছনের মোটারসাইকেল বরুণকে ধাওয়া করে আটকানোর চেষ্টা করে। বরুণের ধারণা হয়, তার মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য ধাওয়া করা হচ্ছে।” হুজারাজাপুর এলাকায় পৌঁছানোর পর পেছনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দুই ধাওয়াকারী উল্টে পড়ে। এ সময় বরুণ ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের বেধড়ক পেটায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে যশোর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ওই দুই যুবকের কাছে একটি পিস্তল, দুটি গুলি ও দুটি চাকু পাওয়া গেছে বলে জানান ওসি। মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment