Monday, April 13, 2015

দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে:Time News

দেশব্যাপী জামায়াতের হরতাল চলছে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, 12 April,2015 জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সোমবার সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। শনিবার রাতে জামায়াতের ওয়েবসাইটে ও কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এম আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কর্মসূচির ঘোষণা দেন। বি
বৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, মুহাম্মদ কামারুজ্জামানকে ১১ এপ্রিল রাত ১০টার পর হত্যা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। শনিবার রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এসএইচ

No comments:

Post a Comment