Monday, April 13, 2015

ফাঁসি নিয়ে মিডিয়ার মাতামাতি, উল্লাস ছি...!:Time News

ফাঁসি নিয়ে মিডিয়ার মাতামাতি, উল্লাস ছি...! স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, 12 April,2015 ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল বলেছেন, একটি ফাঁসির ঘটনা নিয়ে মিডিয়ায় যে এত মাতামাতি, উল্লাস করা হয়েছে তা পৃথিবীর কোথায়ও নেই।   আজ রোববার রাতে বেসরকারী চ্যানেল টোয়েন্টিফোরের মুক্তবাক টকশো অনুষ্ঠানে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর প্রসঙ্গে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।   তিনি বলেন, মানবতাবির
োধী অপরাধে বিচারের পক্ষে আমরাও। এ ক্ষেত্রে একজন আসামীর ফাঁসি হতেও পারে, কিন্তু ফাঁসি কার্যকর নিয়ে মিডিয়ার কর্মীরা যেভাবে উল্লাসের সঙ্গে কুৎসিতভাবে বর্ণনা দিয়েছেন, সেটা কেউ আশা করে না।   তিনি আরো বলেন, মিডিয়ার কর্মীরা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সময় এখন মঞ্চে তোলা হচ্ছে, এখন ঝুলানো হচ্ছে, এখন তার হাত-পায়ের রগ কাটা হচ্ছে এমন বর্ণনা করতে থাকেন।   এসময় এমন ভয়ংকর বর্ণনায় অনেক বাবা-মাকে তার শিশু সন্তানদের নিয়ে টেলিভিশনের সামনে থেকে উঠে যেতে হয়।   আসিফ নজরুল আরো বলেন, তাদের বাচনভঙ্গী ও বর্ণনায় মনে হচ্ছিল যে, একাত্তরে যে হত্যাযোগ্য করা হয়েছিলো তার চেয়েও বেশি কামারুজ্জামানের সাথে বিভৎস আচরন করা হয়েছে।    এমন কুৎসিত...ছিঃ!   এসময় অনুষ্ঠানে অংশ নেয়া আইনজীবী ড.শাহদীন মালিকও মিডিয়ার মাতামাতির সমালোচনা করেন।   অনুষ্ঠানে আরেকজন অতিথি ছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। উপস্থাপনা করেন সিনিয়র সাংবাদিক রাহুল রাহা।   জেএ/এসএইচ

No comments:

Post a Comment