Saturday, April 11, 2015

‘দেশকে আরও দিতে চাই’:Time News

‘দেশকে আরও দিতে চাই’ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ এপ্রিল, ২০১৫ ০৮:৪১:০০ কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার সংগীত জীবনের সূবর্ণজয়ন্তী উপলক্ষে এন্টারেজ এন্টারটেইনমেন্ট শুক্রবার ‘সেলিব্রেশন অব মিউজিক’ নামে এক কনসার্টের আয়োজন করে। কনসার্টের স্টেজে উঠেই রুনা গেয়ে উঠেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো, শিল্পী আমি শিল্পী...’ গানটি। গান শেষ হতেই স্টেজে একে একে হাজির হন ফেরদৌসী রহমান,
আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, চিত্রনায়ক আলমগীর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হোসেন, এন্টারেজ এন্টারটেইনমেটের সিইও সামরীন ইসলাম প্রমুখ। একে এক সবাই তাদের অনুভুতি ব্যক্ত করার পর কাটা হয় সেলিব্রেশন কেক। এ সময় আবেগাপ্লুত রুনা লায়লা বলেন, ‘আমার সংগীত ক্যারিয়ারের ৫০ বছর উপলক্ষে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ আমাকে অনেক দিয়েছে। সবার কাছে অনেক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ পেয়েছি। দেশকে আরও অনেক কিছু দিতে চাই।’ ফেরদৌসী রহমান বলেন, ‘আমি সারা রাত রুনা লায়লাকে নিয়ে বলতে পারব। আমাদের একজনই রুনা লায়লা। সবাই দোয়া করবেন রুনা আরও ৫০ বছর যেন দাপটের সঙ্গে গাইতে পারে।’ তিনি আরও বলেন, ‘রুনা গান শিখে মজবুত ভিত তৈরি করে নিজেকে সবার সামনে প্রকাশ করেছে। তরুণদের কাছে অনুরোধ সবাই যেন নিজেকে রুনার মত করে তৈরি করে।’ চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমি কি বলব, আমার কিছু বলার নেই। আজ আমি ভীষণ আনন্দিত। আমি রুনার গান শুনি। রুনাও আমাকে শুনায়।’ মোজাম্মেল হক বলেন, ‘রুনা লায়লা আমাদের অনেক দিয়েছেন, আরও অনেক দিবেন এই আশা করছি। রুনার দীর্ঘ জীবন কামনা করি।’ কেক কাটার আয়োজন শেষ হলে ‘দমাদম মাস্ত কালান্দার’, ‘আমার মাটির গাছে লাউ ধরেছে’সহ একের পর এক গান গেয়ে শোনান রুনা লায়লা। এরপর ভারতীয় কণ্ঠশিল্পী কেকে ও বলিউড নায়ক-গায়ক ফাওয়াদ খান পারফর্ম করেন। এএইচ


No comments:

Post a Comment