গেল ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। এদিন প্রথমার্ধেই ক্রাইস্টালকে এগিয়ে দেন গ্লেন মারে। খেলার ৩৪ মিনিটে করা তার গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর মাঠে ফেরার তিন মিনিটের মাথায় আরো এক গোল পায় অ্যালান পারড্রুর শিষ্যরা। খেলার ৪৮ মিনিটে এই গোল করে ন জ্যাসন পুনচেওন। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা ম্যানচেস্টার সিটির পক্ষে একটি মাত্র গোল শোধ করতে পারেন ইয়ায়া তোরে। খেলার ৭৮ মিনিটে করা তার এই গোলের পর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে হার নিয়ে বিদায় নিতে হয় ম্যানসিটির। জেডআই
Tuesday, April 7, 2015
শিরোপার স্বপ্ন ক্ষীণ হয়ে গেল ম্যানসিটির:Time News
শিরোপার স্বপ্ন ক্ষীণ হয়ে গেল ম্যানসিটির স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ০৭ এপ্রিল, ২০১৫ ১০:১২:০৯ ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির দল ক্রাস্টাইল প্যালেসের বিপক্ষে হেরে শিরোপার স্বপ্ন ক্ষীণ হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। সোমবার সেলহার্স্ট পার্কে স্বাগতিক ক্রাইস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে কোচ ম্যানুয়েল প্রেল্লেগ্রিনির শিষ্যরা। এই হারের ফলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই নেমে
গেল ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। এদিন প্রথমার্ধেই ক্রাইস্টালকে এগিয়ে দেন গ্লেন মারে। খেলার ৩৪ মিনিটে করা তার গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর মাঠে ফেরার তিন মিনিটের মাথায় আরো এক গোল পায় অ্যালান পারড্রুর শিষ্যরা। খেলার ৪৮ মিনিটে এই গোল করে ন জ্যাসন পুনচেওন। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা ম্যানচেস্টার সিটির পক্ষে একটি মাত্র গোল শোধ করতে পারেন ইয়ায়া তোরে। খেলার ৭৮ মিনিটে করা তার এই গোলের পর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে হার নিয়ে বিদায় নিতে হয় ম্যানসিটির। জেডআই
গেল ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি। এদিন প্রথমার্ধেই ক্রাইস্টালকে এগিয়ে দেন গ্লেন মারে। খেলার ৩৪ মিনিটে করা তার গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর মাঠে ফেরার তিন মিনিটের মাথায় আরো এক গোল পায় অ্যালান পারড্রুর শিষ্যরা। খেলার ৪৮ মিনিটে এই গোল করে ন জ্যাসন পুনচেওন। গোলের জন্য মরিয়া হয়ে ওঠা ম্যানচেস্টার সিটির পক্ষে একটি মাত্র গোল শোধ করতে পারেন ইয়ায়া তোরে। খেলার ৭৮ মিনিটে করা তার এই গোলের পর আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে হার নিয়ে বিদায় নিতে হয় ম্যানসিটির। জেডআই
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment