Wednesday, April 8, 2015

তাবিথ আউয়ালের মনোনয়নপত্র ‘বৈধ’:Time News

তাবিথ আউয়ালের মনোনয়নপত্র ‘বৈধ’ স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৭ এপ্রিল, ২০১৫ ২২:০৬:৫৪ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র ‘বৈধ’ ঘোষণা করা হয়েছে। তাবিথ আউয়াল ‘ঋণখেলাপি’ বলে সোনালী ব্যাংক বিভাগী কমিশনারের কাছে অভিযোগ করে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এট
ি শেষ হয় সাড়ে ৮টায়। শুনানি শেষে কমিশনার তাবিথ আউয়ালের মনোনয়নপত্র ‘বৈধ’ বলে ঘোষণা দেন। এর আগে, ঢাকা উত্তরের মেয়র পদে প্রার্থিতা ফিরে পেতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি খারিজ করা হয়। মিন্টুর প্রার্থিতা বাতিলের পর কেউ কেউ ছেলে তাবিথকে, আবার কেউ কেউ বিকল্পধারার প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে বিকল্প প্রার্থী হিসেবে ভাবছেন। ২৯ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ে মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র ‘বৈধ’ ঘোষণা করে উত্তরের রিটার্নিং কর্মকর্তা। আপিল আবেদনের শুনানির শেষ দিন ছিল মঙ্গলবার। ঢাকা (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল। ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এসএইচ


No comments:

Post a Comment