Wednesday, April 8, 2015

বাকৃবি উপাচার্যের পদত্যাগ:Time News

বাকৃবি উপাচার্যের পদত্যাগ বাকৃবি করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৮ এপ্রিল, ২০১৫ ০০:৫৭:৫২ অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। মঙ্গলবার রাতে শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের কাছে তিনি পদত্যাগপত্র দিয়েছেন। নারী কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সে কারণে বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক
ফোরামসহ অন্যান্য শিক্ষকরাও তার পদত্যাগ দাবি করে আসছিল। যদিও অধ্যাপক ড. মো. রফিকুল হক অভিযোগ প্রত্যাখ্যান করে বলে এসেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। শিক্ষকরা তার পদ থেকে তাকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। সাইবার ক্রাইম করে মিথ্যা-বনোয়াট অডিও ক্লিপ তৈরি করে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও উল্টো অভিযোগ করেন তিনি। জেআই


No comments:

Post a Comment