
িউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট মজিবুর রহমান। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে দেওয়ার প্রতিক্রিয়ায় শিশির মনির বলেছিলেন, কামারুজ্জামানের আইনজীবীরা তার সঙ্গে কারাগারে গিয়ে সাক্ষাৎ করতে দুই ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন। পরবর্তী পদক্ষেপ কী হবে তা কামারুজ্জামানের সঙ্গে দেখা করেই জানানো হবে। এ আদেশের ফলে কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিশির মনির জানান, আগেরবারের সাক্ষাৎকালে তিনি জানিয়েছিলেন, রিভিউ নিষ্পত্তি হওয়ার পর এ বিষয়ে তিনি কথা বলবেন এবং তার মতামত জানাবেন। পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে যাওয়ায় যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে- এমন প্রশ্নের জবাবে কামারুজ্জামানের এ আইনজীবী বলেন, সেটা সরকারের বিষয়। তবে, আমরা আইনি পরামর্শ করে আলোচনা করবো, তিনি সে সুযোগ নেবেন কিনা এটা তার বিষয়। এসএইচ
No comments:
Post a Comment