Thursday, April 2, 2015

মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ১০:Time News

মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ১০ মুন্সিগঞ্জ করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০২ এপ্রিল, ২০১৫ ০৯:৫০:২২ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সীমান্তে মেঘনা নদীতে বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (০১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ৬০-৭০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এমতাবস্থায় অধিকাংশ যাত্রী তীরে আসতে সক্ষম
হয়। এ ঘটনায় গজারিয়া ও কুমিল্লার দাউনকান্দি ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ঘটনাস্থলে তল্লাশি চালায় এবং লাশ দুটি উদ্ধার করে। বুধবার (০১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাতপরিচয় (২৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ডুবুরিরা। পরে ভোরের দিকে আরো এক শিশুর (৫) মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কারো নাম-পরিচয় জানা যায়নি। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ জানান, রাতে দাউদকান্দি ঘাট থেকে ৬০-৭০ জন বিভিন্ন বয়সী যাত্রী নিয়ে ট্রলারটি চাঁদপুরের মতলব থানার বেলতলী এলাকার সোলায়মান লেংটার বার্ষিক ওরশে যাচ্ছিল। পথে গজারিয়ার কাছে অন্ধকারে বালুবাহী বাল্ক হেড ধাক্কা দিলে ডুবে যায়। অধিকাংশ যাত্রীরা বিভিন্ন ভাবে তীরে আসতে পারলেও খোঁজ মিলছে না ১০-১২ জনের। এদিকে, এখনো নিখোঁজ রয়েছেন নারী-শিশুসহ অন্তত ১০ জন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। ইআর  


No comments:

Post a Comment