ুটি ফেলা যায়। রাজনীতি আসলে কোন দিকে যায়, এখন বলা মুশকিল।” বনমন্ত্রী বলেন, “রাজনীতি-সংগ্রাম করে ক্ষমতায় যেতে হবে; সে চিন্তা এখন তরুণরা করে না। এখন চলছে ‘ওয়ান-টু’র খেলা। জনসমর্থন ছাড়াই যে কেউ কমিশনার হয়ে যেতে পারে।’ রাতারাতি যে কেউ নেতা হয়ে যাচ্ছে মন্তব্য করে ইত্তেফাকের সাবেক এই সম্পাদক বলেন, “অনেকেই আগে ব্যবসায়ী ছিল। কিন্তু কোনো দলে যোগ দিয়েই রাতারাতি এমপি কিংবা মেয়র হওয়ার স্বপ্ন দেখছে। প্রধান দুই দলের শীর্ষ নেতারাও তা মেনে নিচ্ছেন।” জাপার নেতা বলেন, “সিটি নির্বাচনে হঠাৎ করে ঘোষণা এল আনিসুল হক প্রার্থী হবেন। দল হিসেবে আওয়ামী লীগও তা মেনে নিল। দলে কি আর সংগ্রামী, ত্যাগী ও সৎ কোনো নেতা ছিলেন না?” মঞ্জু বলেন, “আগে ব্যবসায়ীরা ব্যবসা করত। আর এখন রাজনীতিবিদরা ‘ওয়ান-টু’র ব্যবসা করে। ফলে ব্যাংকে থেকে টাকা লুট হয়ে যায়।” এলাকায় গেলে এখন তিনি কর্মী পান না বলে উল্লেখ করে বলেন, “সবাই কাম (কাজ) চায়। কী কাম? মহারাজ, মানে সবাই টেন্ডার চায়।” রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামের কথা উল্লেখ করে জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান বলেন, “অনেক কষ্টে দলে পদ-পদবি হতো। আর এখন আঙুলের ইশারায় রাতারাতি পদ-পদবি মেলে। তারা ‘ওয়ান টু’র খেলা খেলছে।” সভায় সংগঠনের সভাপতি এম এ কাইয়ুমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাংসদ রুহুল আমিন, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন প্রমুখ। নতুন বার্তা/এমআরএ/মোআ
Thursday, April 2, 2015
রাজনীতিতে ‘ওয়ান-টু’র খেলা চলছে: মঞ্জু :Natun Barta
ঢাকা: বর্তমানে রাজনীতিতে ‘ওয়ান-টু’র খেলা হচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান এবং বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, এর ফলে ব্যাংকের টাকা লুট হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় যুব সংহতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আনোয়ার হোসেন বলেন, “দেশের বর্তমান পরিবেশ সুষ্ঠু রাজনীতির জন্য নয়। সবাই ক্যারাম খেলছে, যার পকেটে গ
ুটি ফেলা যায়। রাজনীতি আসলে কোন দিকে যায়, এখন বলা মুশকিল।” বনমন্ত্রী বলেন, “রাজনীতি-সংগ্রাম করে ক্ষমতায় যেতে হবে; সে চিন্তা এখন তরুণরা করে না। এখন চলছে ‘ওয়ান-টু’র খেলা। জনসমর্থন ছাড়াই যে কেউ কমিশনার হয়ে যেতে পারে।’ রাতারাতি যে কেউ নেতা হয়ে যাচ্ছে মন্তব্য করে ইত্তেফাকের সাবেক এই সম্পাদক বলেন, “অনেকেই আগে ব্যবসায়ী ছিল। কিন্তু কোনো দলে যোগ দিয়েই রাতারাতি এমপি কিংবা মেয়র হওয়ার স্বপ্ন দেখছে। প্রধান দুই দলের শীর্ষ নেতারাও তা মেনে নিচ্ছেন।” জাপার নেতা বলেন, “সিটি নির্বাচনে হঠাৎ করে ঘোষণা এল আনিসুল হক প্রার্থী হবেন। দল হিসেবে আওয়ামী লীগও তা মেনে নিল। দলে কি আর সংগ্রামী, ত্যাগী ও সৎ কোনো নেতা ছিলেন না?” মঞ্জু বলেন, “আগে ব্যবসায়ীরা ব্যবসা করত। আর এখন রাজনীতিবিদরা ‘ওয়ান-টু’র ব্যবসা করে। ফলে ব্যাংকে থেকে টাকা লুট হয়ে যায়।” এলাকায় গেলে এখন তিনি কর্মী পান না বলে উল্লেখ করে বলেন, “সবাই কাম (কাজ) চায়। কী কাম? মহারাজ, মানে সবাই টেন্ডার চায়।” রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামের কথা উল্লেখ করে জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান বলেন, “অনেক কষ্টে দলে পদ-পদবি হতো। আর এখন আঙুলের ইশারায় রাতারাতি পদ-পদবি মেলে। তারা ‘ওয়ান টু’র খেলা খেলছে।” সভায় সংগঠনের সভাপতি এম এ কাইয়ুমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাংসদ রুহুল আমিন, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন প্রমুখ। নতুন বার্তা/এমআরএ/মোআ
ুটি ফেলা যায়। রাজনীতি আসলে কোন দিকে যায়, এখন বলা মুশকিল।” বনমন্ত্রী বলেন, “রাজনীতি-সংগ্রাম করে ক্ষমতায় যেতে হবে; সে চিন্তা এখন তরুণরা করে না। এখন চলছে ‘ওয়ান-টু’র খেলা। জনসমর্থন ছাড়াই যে কেউ কমিশনার হয়ে যেতে পারে।’ রাতারাতি যে কেউ নেতা হয়ে যাচ্ছে মন্তব্য করে ইত্তেফাকের সাবেক এই সম্পাদক বলেন, “অনেকেই আগে ব্যবসায়ী ছিল। কিন্তু কোনো দলে যোগ দিয়েই রাতারাতি এমপি কিংবা মেয়র হওয়ার স্বপ্ন দেখছে। প্রধান দুই দলের শীর্ষ নেতারাও তা মেনে নিচ্ছেন।” জাপার নেতা বলেন, “সিটি নির্বাচনে হঠাৎ করে ঘোষণা এল আনিসুল হক প্রার্থী হবেন। দল হিসেবে আওয়ামী লীগও তা মেনে নিল। দলে কি আর সংগ্রামী, ত্যাগী ও সৎ কোনো নেতা ছিলেন না?” মঞ্জু বলেন, “আগে ব্যবসায়ীরা ব্যবসা করত। আর এখন রাজনীতিবিদরা ‘ওয়ান-টু’র ব্যবসা করে। ফলে ব্যাংকে থেকে টাকা লুট হয়ে যায়।” এলাকায় গেলে এখন তিনি কর্মী পান না বলে উল্লেখ করে বলেন, “সবাই কাম (কাজ) চায়। কী কাম? মহারাজ, মানে সবাই টেন্ডার চায়।” রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রামের কথা উল্লেখ করে জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান বলেন, “অনেক কষ্টে দলে পদ-পদবি হতো। আর এখন আঙুলের ইশারায় রাতারাতি পদ-পদবি মেলে। তারা ‘ওয়ান টু’র খেলা খেলছে।” সভায় সংগঠনের সভাপতি এম এ কাইয়ুমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাংসদ রুহুল আমিন, জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তপন প্রমুখ। নতুন বার্তা/এমআরএ/মোআ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment