Thursday, April 30, 2015

নাশকতা: জামায়াত-শিবিরের ৬৫ নেতাকর্মীর বিচার শুরু:টাইমনিউজ

নাশকতা: জামায়াত-শিবিরের ৬৫ নেতাকর্মীর বিচার শুরু স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ৩০ এপ্রিল, ২০১৫ ১৮:১৫:২০ যুদ্ধাপরাধে গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে আড়াই বছর আগে রাজধানীর মতিঝিলে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের এক মামলায় জামায়াত-শিবিরের ৬৫ নেতাকর্মীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর দ্রুত বিচার হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায়
সাক্ষ্য শুরুর জন্য আদালত ১০ জুন দিন ঠিক করে দিয়েছে বলে আসামিপক্ষের আইনজীবী এস এম কামাল উদ্দিন জানান। অভিযুক্ত আসামিদের মধ্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, প্রচার সম্পাদক তাসমিম আলম, জামায়াতের খুলনা এলাকার সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাঈদীও রয়েছেন। ২০১২ সালের ৫ নভেম্বর মতিঝিল সিটি সেন্টারের সামনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুদ্ধাপরাধে গ্রেপ্তার দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মিছিল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপ, বিআরটিসির একটি বাস এবং বেশ কয়েকটি মোটর সাইকেলে আগুন দেয় জামায়াতকর্মীরা;  আহত হন অন্তত পঞ্চাশ জন। ওই ঘটনায় মতিঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন এ মামলা দায়ের করেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান ওই বছর ১৩ নভেম্বর ৬৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। তাদের আইনজীবী কামাল উদ্দিন জানান, ওই ঘটনায় বিভিন্ন ধারায় পুলিশ মোট চারটি অভিযোগপত্র আদালতে দাখিল করে। তার সবগুলোতেই এ ৬৫ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিস্ফোরক আইনের একটি মামলা বিচারের অপেক্ষায়  রয়েছে বলে জানান তিনি। জেআই  

No comments:

Post a Comment