Thursday, April 30, 2015

এত সুন্দর নির্বাচন আগে হয়নি: ফারুক খান:আরটিএনএন

এত সুন্দর নির্বাচন আগে হয়নি: ফারুক খান নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম এবং সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, বাংলাদেশে এই নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোও বলেছে, নির্বাচনে প্রচুর
অনিয়ম হয়েছে এবং নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে, এসব সমালোচনার বাস্তবতা নেই। সাবেক মন্ত্রী ও ঢাকা উত্তরে দল সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা ফারুক খান। তিনি বলেন, ‘এই সিটি করপোরেশন নির্বাচনের মত বাংলাদেশের কোনো স্থানীয় সরকার নির্বাচন এত সুষ্ঠু ও সুন্দরভাবে হয়নি।’ ফারুক খান বলেন, ‘দুঃখজনকভাবে কোনো একটি দল সবকিছু না জেনেই, কোনো একটি দল বা গোষ্ঠীর বক্তব্য শুনেই মন্তব্য করে। কিন্তু কোনো দল কি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিয়েছে?’ তিনি বলেন, ‘যতদূর আমি জানি, নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো অভিযোগ দেয়া হয়নি। হলে সেটা নিশ্চয়ই দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ নির্বাচনে কারচুপি বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম যেসব তথ্য দিয়েছে, এমনকি বিবিসি’র সংবাদদাতাদের সরেজমিনে জাল ভোট দিতে দেখার উদাহরণ প্রসঙ্গে ফারুক খান বলেন, ‘এটা সত্যি হতে পারে না। কারণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা কি এজন্য রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন?’ ভোট জালিয়াতির যে অভিযোগ উঠেছে, সেজন্য আওয়ামী লীগ একেবারেই বিব্রত নয় বলেও মন্তব্য করেন তিনি। কারণ ভোট জালিয়াতির কোনো ঘটনা ঘটেনি বলেই ফারুক খানের দাবি। তিনি বলেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা, আওয়ামী সমর্থিত প্রার্থীদের কাছাকাছি ভোট পেয়েছেন, যার ফলে প্রমাণিত হয় যে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট জালিয়াতির বিষয়ে যেসব পত্রিকা সংবাদ প্রকাশ করেছে, তারা সব সময়েই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, সামনে এগিয়ে যাবার বিপক্ষে অবস্থান করে বলে মন্তব্য করেন ফারুক খান। তিনি আরো বলেন, এর আগে সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল ২০০২ সালে। সে সময় নির্বাচনী সহিংসতায় সাতজন নিহত হয়েছিল। আমার তো মনে হয় না, এর আগে বাংলাদেশের কোনো স্থানীয় সরকার নির্বাচন এত সুষ্ঠু, সুন্দর ও ভালোভাবে হয়েছে। সূত্র: বিবিসি বাংলা মন্তব্য      

No comments:

Post a Comment