
ব্রাসেলস: বাংলাদেশে তিন সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে ইউরোপীয় ইউনিয়নও। বুধবার রাতে ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এর আগে ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবৃতি দিয়ে বলেছে- সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন তার বিবৃতিতে বলেছে- ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটারদের
পছন্দমতো ভোটদানের সুযোগ দেয়া হয়নি। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। একইসঙ্গে নির্বাচনের সকল অনিয়ম ও সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও দাবি জানিয়েছে ইইউ। বিবৃতিতে ইইউ আশা প্রকাশ করে রাজনৈতিক দলগুলো সকল প্রকার সহিংসতা, চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক রাজনৈতিক আচরণ করবে। নতুন বার্তা/এসএ
No comments:
Post a Comment