র্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে আটে বাংলাদেশ স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ৩০ এপ্রিল, ২০১৫ ১৯:২৪:১২ আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে টাইগাররা। বৃহস্পতিবার বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এতে দেখা যায় ৮৮ রেটিং নিয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ। ৮৭ রেটিং নিয়ে
৯ নম্বরে আছে পাকিস্তান। বাংলাদেশের সমান ৮৮ রেটিং ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সাত নম্বরে আছে ক্যারিবীয়রা। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর রেটিং বেড়েছিল বাংলাদেশের। কিন্তু র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি। সর্বশেষ তিন বছরের ফলাফল বিবেচনায় নিয়ে বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। সেই সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ার ফলে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে স্বাগতিক ইংল্যান্ড ও ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সাত দল। ইংল্যান্ড ৬ নম্বরে থাকায় শীর্ষ আটে থাকা দলটি সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শীর্ষ আটের জন্য বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তুমুল লড়াই হবে। ফলে আগামী সিরিজগুলো দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশকে সবচেয়ে কঠিন পথ পাড়ি দিতে হবে। কারণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুটি হোম সিরিজ খেলবে টাইগাররা। আগামী জুনে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবে মাশরাফিরা। জুলাইয়ে তিন ম্যাচ সিরিজ খেলতে স্বাগত জানাবে চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানও দুটি সিরিজ খেলবে। মে মাসে তিন ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়েকে স্বাগত জানাবে তারা। জুলাইয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে দলটি। এদিকে পাকিস্তান ও বাংলাদেশের উপর নিজেদের ভাগ্য ছেড়ে দিবে ওয়েস্ট ইন্ডিজ। কারণ এই সময়ের মধ্যে ক্যারিবীয়দের কোনো শিডিউল নেই। জেডআই
No comments:
Post a Comment