ঢাকা: ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া ও কানাডার হাইকমিশনার। বৃহস্পতিবার দেশ দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, সরকার ও বিরোধীদের মধ্যে দীর্ঘ দিনের সংঘাতের পর সিটি কর্পোরেশন নির্বাচনকে আস্থাবর্ধক ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসাবে বিবেচনা করেছিল অস্ট্রেলিয়া ও কানাডা। বিবৃতিতে এ নির্বাচনে অ
নিয়ম ও সহিংসতার অভিযোগগুলো দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে দুই হাইকমিশনার নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ, আইনসম্মত ও গণতান্ত্রিক নিয়ম-নীতির মধ্যে চলারও অনুরোধ জানিয়েছেন তারা। শান্তি, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল পরিবেশে বসবাসের অধিকার বাংলাদেশের মানুষের রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক অস্ট্রেলিয়া ও কানাডা মূল্যায়ন করে। নতুন বার্তা/কেএমআর
No comments:
Post a Comment