পাকিস্তানকে হঠিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অষ্টম বাংলাদেশ খেলা ডেস্ক আরটিএনএন ঢাকা: পাকিস্তানকে হটিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। সদ্য অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হয়ে সাত থেকে একেবারে নয় নম্বরে নেমে গেছে পাকিস্তান। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী আট নম্বর অবস্থানটি ধরে রাখতে পারলে বাংলাদেশ আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। বাংলাদেশের সামনে সুযোগ
থাকছে সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজকেও টপকে যাওয়ার। কারণ দুদলেরই রেটিং পয়েন্ট ৮৮। তবে ৩৫ ম্যাচে মোট ৩ হাজার ৯৪ পয়েন্ট ক্যারিবীয়দের। ২৮ ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ২ হাজার ৪৭১। মোট পয়েন্টে এগিয়ে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। জুন মাসেই ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। ঘরের মাঠে সেই সিরিজে ভালো করলে ওয়েস্ট ইন্ডিজকে নামিয়ে বাংলাদেশ সাতে উঠে যেতে পারে। তবে সাত-আট-নয় অবস্থানে থাকা তিন দলের মধ্যেই ব্যবধান সামান্য। আগামী ২০১৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে রীতিমতো যুদ্ধ করতে হবে এই তিন দলকে। সে জন্য ৩০ সেপ্টেম্বর ২০১৫ এর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। পয়েন্ট বাড়ানোর লড়াইতে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সুযোগ বেশি। কারণ সেপ্টেম্বরের আগে ওয়ানডে সিরিজ খেলবে দুটো দলই। কিন্তু এই সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো সিরিজ নেই। জুনে ভারত এবং জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অন্যদিকে মে মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। মন্তব্য
No comments:
Post a Comment