Wednesday, March 4, 2015

অবশ্যই কোয়ার্টার ফাইনাল সম্ভব: সাকিব:Time News

অবশ্যই কোয়ার্টার ফাইনাল সম্ভব: সাকিব ক্রীড়া ডেস্ক টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ০০:০৫:৩৯ আগের দিন তাকে হটিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন তিলকরত্নে দিলশান। সাকিবের নিজের এতে তেমন করার কিছু ছিল না; তারও রেটিং পয়েন্ট বেড়েছে। কিন্তু দিলশানের অতিমানবিক পারফরম্যান্সে পিছিয়ে পড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে এই র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়া বা এগিয়ে থাকা নিয়ে যথারীতি ভাবিত নন জাতীয় দলের এই
সাবেক অধিনায়ক ও বর্তমান অধিনায়ক। চিন্তাভাবনা জুড়ে এখন তার স্কটল্যান্ড ম্যাচ। আর দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আত্মবিশ্বাসী যে, স্কটল্যান্ড বাঁধা টপকে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌছে যাবে। স্কটল্যান্ড দল অনেক দিন ধরে নিউজিল্যান্ডে অনুশীলন করছে। তারা কী বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করতে পারে বলে মনে হয়? সাকিব: আসলে ওরা কি করবে, এটা ফোকাস না করে আমরা কি করতে পারি, তার দিকেই ফোকাস করছি। এর আগে আমরা কি কি ভুল করেছি, আর এখন সেসব জায়গায় কি কি উন্নতি করার দরকার আছে; সেসব নিয়েই আমরা এখন ভাবছি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে অবশ্যই স্কটল্যান্ডের বিপক্ষে জেতা সম্ভব। এই ম্যাচটার আগে আপনাদের মানসিক প্রস্তুতি কেমন হলো? সাকিব: প্রস্তুতি সবারই ভাল। বেশ কয়েকদিন সময় ছিল আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। ভাল কিছু সেশন পার করেছি এখানে। নেটে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছি আমরা। সবমিলিয়ে আমি বলবো ভালই হয়েছে প্রস্তুতিটা। সবাই ফিট আছে এখানে। এখন মাঠে  এটা বাস্তবায়ন করাটাই বিষয়। শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের একটা প্রভাব কী পড়ছে দলে? সাকিব: আসলে এর আগের ম্যাচে আমরা সবগুলো ম্যাচেই ভাল ফিল্ডিং করেছি। কোনো ম্যাচে ভাল ফিল্ডিং হয়, আবার কোনো ম্যাচে খারাপ ফিল্ডিং হয়; এটা ক্রিকেটেরই অংশ। সবাই চেষ্টা করছে উন্নতি করার। স্কটল্যান্ড দলে শেন জার্গেনসেন যোগ দিয়েছেন। উনি আপনাদের সম্পর্কে ভালো ধারণা রাখেন। এটা কীভাবে দেখছেন? সাকিব: দেখুন, এখন বিশ্বক্রিকেটের সবাই সবার সম্পর্কে জানে। যেহেতু এতো খেলা হয় এতো খেলা সবাই টিভিতে দেখে। সবাই সবারটা বিশ্লেষণ করে। সবাই সবারটা জানে কম বেশি। পরিকল্পনা করলে যদি সব হতো তাহলে সবাই মাঠে না খেলে পরিকল্পনাই করত। মাঠে খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্পিন আক্রমণ অনেক ভাল। এটা নিয়ে বাড়তি কোন পরিকল্পনা আছে কিনা? সাকিব: এই উইকেটে স্পিনাদের জন্য আদৌ কোন সাহায্য আছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। যদি উইকেটে সাহায্য পাওয়া যায় আমার মনে হয় আমাদের দলে যেসব স্পিনাররা আছে তারা সুযোগগুলো কাজে লাগাতে পারবে। আমরা যে দুটি ম্যাচ খেলেছি বিন্দুমাত্র কোন সহযোগিতা ছিল না স্পিনাদের জন্য। এ কারনে দায়িত্বটা বেশি ফাস্ট বোলাদের জন্যই। জেআই


No comments:

Post a Comment