Wednesday, March 4, 2015

২৭৫ রানে জিতল অসিরা:Time News

২৭৫ রানে জিতল অসিরা স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ১৯:৩২:২৬ ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানে জিতল অস্ট্রেলিয়া। বুধবার পার্থের ওয়াকায় আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জবাবে ৩৭.৩ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে আফগানরা উদ্বোধনী ওভারে ৩০ রান সংগ্রহ ক
রে। কিন্তু ১২ রান করা ওসমান গনির পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ওয়ানডাউনে মাঠে নামা নওরোজ মঙ্গল। নাজিবুল্লাহ জাদরানের ২৪ রান ছাড়া ওপেনার জাভেদ আহমাদির ১৩, সামিউল্লাহ শেনওয়ারির ১৭ ও আফসার জাজাইর ১০ রান দুই অঙ্কের ঘরের স্কোর। অস্ট্রেলিয়ার বোলার মিশেল জনসন ৭.৩ ওভারে ২২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন মিশেল স্টার্ক ও হ্যাজেলউড। মাইকেল ক্লার্ক ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট পান। এদিন অসিদের গড়া ৪১৭ রানের ইনিংস বিশ্বকাপের ইতিহাসে দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৭ সালের মার্চে পোর্ট-অব-স্পেনে বারমুডার বিপক্ষে ভারতের ৫ উইকেটে ৪১৩ রান ছিল সর্বোচ্চ স্কোর। এদিন শুধু ম্যাচের শুরুটাই ছিল আফগানদের। বাকি খেলায় ক্যাঙ্গারুদের দাপটই দেখল তারা। টস জিতে বোলিং বেছে নিয়ে শুরুতে অ্যারন ফিঞ্চের উইকেট নিয়ে দারুণ সূচনা করে তারা। দলীয় ১৪ রানে দৌলত জাদরানের বলে নওরোজ মঙ্গলের তালুবন্দি হয়ে বিদায় নেন ফিঞ্চ। এরপর শুরু হয় অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং। দ্বিতীয় উইকেটে ওয়ার্নার ও স্টিভেন স্মিথের ২৬০ রানের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা। ক্যারিয়ার সেরা ১৭৮ রানের ইনিংস খেলে ওয়ার্নারের বিদায়ে ভাঙে ৩৪.৩ ওভার স্থায়ী জুটি। ওয়ার্নারের আগের সেরা ছিল ১৬৩ রান। চতুর্থ শতক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যানের ১৩৩ বলের ইনিংসটি গড়া ১৯টি চার ও ৫টি ছক্কায়। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি গড়েছিলেন রিকি পন্টিং ও শেন ওয়াটসন। ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অবিচ্ছিন্ন ২৫২ রানের জুটি গড়েছিলেন এই দুই জনে। ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। স্মিথের সঙ্গে ৬৫ ও জেমস ফকনারের সঙ্গে ৪৩ রানের দুটি জুটি উপহার দেন তিনি। শেন ওয়াটসনের বদলে দলে ফেরা ফকনার করেন মাত্র ৭ রান। মাত্র ৫ রানের জন্য শতক পাননি স্মিথ। ৯৫ রান করা এই ডানহাতি ব্যাটসম্যানের ৯৮ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়। ঝড়ো ব্যাটিং করা ম্যাক্সওয়েল ফিরেন ৮৮ রান করে। তার ৩৯ বলের ইনিংসটি ৭টি ছক্কা ও ৬টি চার সমৃদ্ধ। শেষ বলে মার্শ ৮ রান করে আউট হলেও মাত্র ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন হ্যাডিন। আফগানিস্তানের শাপুর জাদরান ও দৌলত দুটি করে উইকেট নেন। জেডআই  


No comments:

Post a Comment