অরক্ষিত সীমান্ত : সোয়াইন ফ্লু'র আশঙ্কা বেনাপোল করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৪ মার্চ, ২০১৫ ১৯:৫৯:৪৩ সোয়াইন ফ্লু রোধে দেশের বিভিন্নবন্দর ও সীমান্তগুলোতে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা থাকলেও বেনাপোল বন্দর ও চেকপোস্টে তা মানা হচ্ছে না। ভারত থেকে আসা যাত্রীসহ বন্দরে পণ্য নিয়ে আসা ট্রাক ড্রাইভার ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য টিম গঠন ও থার্মাল স্ক্যানার দেয়া হলেও তা কোনো কাজে আসছে না। চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারাও মাস্ক ব্যবহার করছেন না। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে দায়িত্বরত অফিসার ইন চার্জ (ওসি) আসলাম হোসেন জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের সোয়াইন ফ্লু’র ব্যাপারে সর্তকতার সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শারীরিক কোনো অসুস্থতার লক্ষণ দেখা দিলে ইমগ্রেশনের স্থাস্ব্য বিভাগের কাছে পাঠানো হচ্ছে। প্রত্যেক পুলিশ সদস্যকে মাস্ক ব্যবহারের পরার্মশ দেয়া হচ্ছে। যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো:নাসির উদ্দিন বলেন, ভারত সহ পশ্চিমবঙ্গে সম্প্রতি সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। বেশকিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে। ফলে ভারতের নিকট প্রতিবেশি হিসেবে আমরা ঝুঁকিতে রয়েছি। বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের একটি টিম পালাক্রমে কাজ করছে। তিনি বলেন, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি অনুধাবন করে সরকার ইতিমধ্যে বন্দর ও সীমান্ত চেকপোস্টগুলোতে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে। এছাড়া জেলা হাসপাতালগুলোতে বিশেষ ইউনিট খোলা হয়েছে। কিন্তু সরেজমিনে দেখা যায়, বেনাপোল বন্দরে স্বাস্থ্য পরীক্ষার জন্য টিম বসানো হলেও তারা কোনো যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করছেন না। এমনকি যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার জন্য বসানো থার্মাল স্ক্যানারটিও চালু করা হয়নি। সোয়াইন ফ্লু রোধে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইমিগ্রেশন কর্মকর্তাদের ১৭টি মাস্ক দেয়া হয়েছে। তবে ইমিগ্রেশনে কর্মক্রর্তাদের কাউকে মাস্ক পরা অবস্থায় কাজ করতে দেখা যায়নি। উল্লেখ্য, পার্শ্ববর্তী দেশ ভারতে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মোট পাঁচজনের প্রাণহানি ঘটেছে। যে কারণে গত ১৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বৈঠকে ভারতের সাথে সংযুক্ত বন্দরগুলো দিয়ে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়। এদিকে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় হাজার পাসপোর্ট যাত্রী ভারত বাংলাদেশে যতায়াত করে থাকে। এর মধ্যে ভারতীয় নাগরিক প্রায় ৩শ’। এছাড়া ভারত থেকে ৪/৫’শ ট্রাক ড্রাইভার ও হেলপার পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে থাকে। কেএইচ
No comments:
Post a Comment