২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার: মায়া স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১০ মার্চ, ২০১৫ ১৪:৪৫:৫৯ বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০১৯ সাল পর্যন্ত থাকবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিলের পূর্বে তিনি এ মন্তব্য করেন। ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশবিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘এই সরকার ২০১৯ সাল পর্য।ন্ত ক্ষমতায় থাকবে। আর একটার পর একটা বিজয় ছিনিয়ে আনবে। এই বিজয় জাতির বিজয়। যারা এই বিজয় ছিনিয়ে এনেছে তাদের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। বিশ্ব বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি, এই দামাল ছেলেরা সেটাও পারবে।’ তিনি বলেন, ‘বাংলার দামাল ছেলেদের এই বিজয়ে খালেদা জিয়ার লজ্জা একটু হলেও ভাঙছে। খালেদা জিয়া ১২ ঘণ্টা হরতাল শিথিল করেছে কিন্তু অবরোধ তোলেন নাই। মায়া বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে ক্রিকেটে বিজয় হয়, ফুটবলে বিজয় হয়। এমনকি পাহাড়ও বিজয় হয়। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ধ্বংস হয়। এমআর/ এআর
No comments:
Post a Comment