
বেলা ৩টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন, আর সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। গত ২৯ জানুয়ারি ভারতের নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর। এরপর সার্কের চারটি দেশে যাত্রার অংশ হিসেবে ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের ‘সার্ক যাত্রা’ শুরু হয়েছে। এরপরই তিনি বাংলাদেশে আসছেন। তার এই সফরে দুই দেশের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ই আলোচনায় উঠবে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জয়শঙ্করের এই সফর ঝুলে থাকা তিস্তা চুক্তি সইয়ের ক্ষেত্রে গতি দেবে। এ ছাড়া স্থল সীমান্ত চুক্তিও উঠবে আলোচনায়, যা কার্যকরে ভারতের পার্লামেন্টের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন বিল পাসের আশা করা হচ্ছে। এআর
No comments:
Post a Comment